ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৬০০ বস্তা সরকারি সার পাচারকালে গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
ময়মনসিংহে ৬০০ বস্তা সরকারি সার পাচারকালে গ্রেফতার ৪

ময়মনসিংহ: ময়মনসিংহে সরকারি গুদামের ৬০০ বস্তা টিএসপি সার পাচারকালে সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুইটি ট্রাক জব্দ করা হয়।

 

সোমবার (২৩ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে দুইটি ট্রাক তল্লাশি করে ৫০ কেজির ছয়শত বস্তা টিএসপি সার জব্দ করে ট্রাক চালক ও তাদের সহকারীদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- মোহাম্মদ আলী (৪০), চন্দন কুমার বিশ্বাস ওরফে বিকাশ (৩০), রব্বানী ইসলাম (২২) ও জয়নাল সরকার (৪২)। তারা সবাই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে গ্রেফতারকৃতদের ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। এ সময় বিজ্ঞ আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড প্রার্থনা করা হয়।

এর আগে গ্রেফতারদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।

তিনি আরও জানান, গত ২২ জানুয়ারি নেত্রকোনা জেলার বিএডিসি সরকারি সার গুদাম থেকে ট্রান্সপোর্ট মালিক তোফাজ্জল হোসেনের দুইটি ট্রাকে ছয়শত বস্তা টিএসপি সার জেলার ২৮ জন ডিলারের মধ্যে পৌছে দেওয়ার জন্য পাঠানো হয়। কিন্তু ডিলাদের মধ্যে এই সার পৌঁছে না দিয়ে উচ্চমূল্যে পার্শবর্তী দেশে পাচারের জন্য পাঠায় তোফাজ্জল হোসেন।  

পরে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকের দুই চালক তাদের সহকারীসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।