ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে ৮ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
কুলিয়ারচরে ৮ মামলার আসামি গ্রেফতার রতন মিয়া

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অভিযান চালিয়ে আট মামলার পলাতক আসামি রতন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য জানান।

সোমবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার ছয়সূতী-প্রতাবনাথ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রতন ওই উপজেলার ছোট ছয়সূতী গ্রামের জসিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর থানায় চুরি, ডাকাতি ও মাদকসহ আটটি মামলার আসামি রতন। এছাড়া তিনি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে আত্মগোপনে থেকে নানা অপরাধ করে আসছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে ২৩ জানুয়ারি দিনগত রাতে উপজেলার ছয়সূতী-প্রতাবনাথ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, গ্রেফতার আট মামলার আসামি রতনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।