ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কচুরিপানায় পড়েছিল গলায় গামছা পেঁচানো অটোচালকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
কচুরিপানায় পড়েছিল গলায় গামছা পেঁচানো অটোচালকের মরদেহ 

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের ৬ দিন পর কচুরিপানায় ঘেরা খালে মিলল গলায় গামছা পেঁচানো মো. হানিফ (৬০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ।  

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর এলাকার বগাদিয়া খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. হানিফ উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের নাওতলা গ্রামের আবদুস সোবাহানের ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।  

স্থানীয়রা জানায়, গত ২১ জানুয়ারি সন্ধ্যা থেকে অটোরিকশা নিয়ে নিখোঁজ ছিলেন হানিফ। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার হোসেনপুর গ্রামের লোকজন বগাদিয়া খালে কচুরিপানার নিচে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত হানিফের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ এ বিষয়ে কিছু জানাতে পারেনি।  
     
বাংলাদেশ সময়: ১৫৩০, জানুয়ারি ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।