ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার গোপালগঞ্জের অমল

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার গোপালগঞ্জের অমল

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৭ কেজি গাঁজাসহ গোপালগঞ্জের মাদক কারবারি অমল কৃষ্ণ সরকার (৫৫) কে গ্রেফতার হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।

অমল কৃষ্ণ গোপালগঞ্জে জেলার মুকসুদপুর থানার রাঘদী গ্রামের সরকার বাড়ীর মৃত সহাদেব সরকারের ছেলে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে গোপনসংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে অমলকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বাংলানিউজকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে রেডিং টিমের অভিযানে অমল কৃষ্ণকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাগুলো নিজ এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন অমল কৃষ্ণ। মাদক কারবারিরা চাঁদপুর জেলাকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। মাদকবিরোধী অভিযান চালমান থাকবে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।