ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শুনতে পাননি ট্রেনের হর্ন, মুহূর্তে হলেন লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
শুনতে পাননি ট্রেনের হর্ন, মুহূর্তে হলেন লাশ

দিনাজপুর: কানে কম শুনতে পেতেন রেজাউল করিম (৪৯)। রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে রেলালাইন ধরে হাঁটছিলেন তিনি।

এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনের হর্ন শুনতে পাননি। ফলে মুহূর্তেই ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও এলাকায় ঢাকগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান রেজাউল করিম।  

নিহত রেজাউল করিম জেলা শহরের রাজবাটী এলাকার মকবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, নিহত রেজাউল করিম কানে কম শুনতে পেতেন এবং তার একটু মানসিক সমস্যাও ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, রেজাউল করিম লাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের হর্ন তিনি শুনতে পাননি।  দুর্ঘটনাটি এ কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।