ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

নীলফামারী: জেলার সৈয়দপুরে ভেজাল খাদ্য সামগ্রী বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ওই ব্যবসায়ীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর শহরের বাণিজ্যিক এলাকা শহীদ জহুরুল হক সড়কে (বিচালীহাটি রোডে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল ও ক্ষতিকর শিশু খাদ্যসামগ্রী বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা। ভেজাল ওই সব খাদ্যে নেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও বিএসটিআই-এর অনুমোদন।

অভিযান চালিয়ে ওই সড়কের মোক্তার স্টোরকে তিন হাজার, কামরান স্টোরকে দুই হাজার, ওয়াকার স্টোরকে দুই হাজার এবং ইমরান স্টোরকে তিন হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম।

আদালত পরিচালনায় সঙ্গে ছিলেন উপজেলা মাঠ পরিদর্শক কর্মকর্তা মহিবুর লোহানী, আবু সাইদসহ পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।