ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হাইমচরে ১৬ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
হাইমচরে ১৬ মণ জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা উপকূলীয় বাজারে অভিযান চালিয়ে ৬৫০ কেজি (১৬.২৫মণ) জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তেলীর মোড়, হাইমচর বাজারসহ আশপাশের বাজারে যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

বিকেলে হাইমচর উপজেলা মৎস্য অফিস থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ বাংলানিউজকে বলেন, কোস্টগার্ড হাইমচর উপজেলা আউট পোস্ট ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন বাজার থেকে ৬৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
অভিযানে কোস্টগার্ডের পক্ষে নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।

তিনি আরো বলেন, পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরীর অনুমতি ক্রমে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  মেঘনা নদীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা জানুয়ারি ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।