ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় প্রাইম স্পিনিং-টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
ফতুল্লায় প্রাইম স্পিনিং-টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের শোকজ নোটিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রাইম স্পিনিং ও প্রাইম টেক্সটাইলের শ্রমিকরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

এ সময় শ্রমিকদের শোকজ নোটিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন শ্রমিক নেতারা।

এ সময় দাবি মেনে না নেওয়া হলে আগামীকাল থেকে প্রাইম টেক্সটাইলের গেইটের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন শ্রমিকরা।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) বশির জানান, প্রাইম স্পিনিং কারখানায় ৩৯ জন শ্রমিককে শোকজ নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছেন কারখানার শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।