ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের সঙ্গে রাগ করে ফাঁস দিলেন যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
মায়ের সঙ্গে রাগ করে ফাঁস দিলেন যুবক ফাইল ফটো

ঢাকা: রাজধানীর লালবাগে মায়ের সঙ্গে রাগারাগি করে তুষার (২৮) নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার দাবি করেছে।  

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ নবাবগঞ্জ ৯৫ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তুষারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত তুষারের দুলা ভাই ফারুক হোসেন জানান, তুষার চটপটি বিক্রেতা। লালবাগে নিজেদের বাড়ি। সে কিছুটা মাদকাসক্ত ছিল। এ কারণে সকালে তার মা তামান্না বেগম তার সঙ্গে রাগারাগি করে। এক পর্যায়ে মায়ের উপর অভিমান করে সে নিজের রুমে গিয়ে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দেয়। কিছুক্ষণ পর দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো সম্ভব হয়নি তাকে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।