ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৬ মাসে ৩০ বাল্যবিয়ে হয়েছে হবিগঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
৬ মাসে ৩০ বাল্যবিয়ে হয়েছে হবিগঞ্জে

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় ছয় মাসে ৩০টি বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলানিউজকে এ তথ্য জানান হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার।

তিনি জানান, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা প্রোগ্রামের দেওয়া প্রতিবেদন অনুযায়ী গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত ৬ মাসে জেলার ৬ উপজেলায় ৩০টি বাল্যবিয়ে হয়েছে। এ সময়ে ৬ উপজেলায় তারা ১০টি বাল্যবিয়ে বন্ধ করেন।

অন্যদিকে ২০২২ সালে হবিগঞ্জের ৯টি উপজেলায় ৬টি বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার বলেন, জেলার কোথাও বাল্যবিয়ে আয়োজনে খবর পাওয়া গেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হয়। বাল্যবিয়ে বন্ধসহ অনেককে আইনের আওতায়ও আনা হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই বাল্যবিয়ে বন্ধ করার পর পুনরায় সেটি হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।