ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অপহরণ মামলার আসামি গ্রেফতার, কিশোরী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
অপহরণ মামলার আসামি গ্রেফতার, কিশোরী উদ্ধার

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে অপহরণ মামলার প্রধান আসামি শ্রী সুনিল চন্দ্র রায়কে (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। এসময় অপহরণ হওয়া এক কিশোরীকেও (১৩) উদ্ধার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার সুনিলের নামে নীলফামারীর জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। তিনি মামলার প্রধান আসামি।

মামলার পর থেকে সুনিল দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।