ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে আটকাপড়া ১৭৫ পর্যটককে উদ্ধার করলো পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
কাপ্তাই হ্রদে আটকাপড়া ১৭৫ পর্যটককে উদ্ধার করলো পুলিশ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে আটকা পড়া ১৭৫ পর্যটককে উদ্ধার করেছে জেলা পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের নির্বাণ নগর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

আটকে পড়া পর্যটকরা সবাই চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষক।

তারা জানিয়েছেন, শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাট থেকে  ইঞ্জিন চালিত বোটে তারা সুবলংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। পরিদর্শণ শেষে রাঙামাটি শহরের উদ্দেশ্যে যাত্রা করলে দুপুরে নির্বাণ নগর এলাকায় বোটটি হ্রদের চড়ে আটকে যায়। চালক দীর্ঘক্ষণ চেষ্টার পর ব্যর্থ হলে কলেজের এক শিক্ষার্থী ‘৯৯৯’ নম্বরে কল দেয়। এরপর খবর পেয়ে জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিয়ে আসে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশে নৌ পুলিশও কোতয়ালী থানা পুলিশের সহায়তায় আমরা পর্যটকদের উদ্ধার করে রাঙামাটিতে নিয়ে এসেছি। এতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।