ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

মাদারীপুর: মাদারীপুরে আউয়াল মাতুব্বর (৫০) নামে এক ব্যক্তিতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার পাঁচখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আউয়াল মাতু্ব্বর পাঁচখোলা গ্রামের কাশেম মাতুব্বরের ছেলে। তিনই পাঁচখোলা গ্রামের সাহেব আলী হত্যা মামলার আসামি ছিলেন।

জানা গেছে, শনিবার রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন আউয়াল মাতু্ব্বর। মধ্যরাতে তাকে দোকান থেকে ডেকে বের করে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।  

এদিকে এই খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আউয়াল মাতুব্বর একটি হত্যা মামলার আসামি ছিলেন। কয়েক বছর আগে একই এলাকায় সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।  

নিহত আউয়ালের পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজনই তাকে কুপিয়ে হত্যা করেছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, আউয়াল মাতুব্বর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।