সাতক্ষীরা: সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তেরকাটি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।
তবে নৌকা ও বন বিভাগের দেওয়া একটি পাস উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।
বন বিভাগের শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম এসব তথ্য দেন।
তিনি বলেন, হরিণ শিকারের গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযান চালানো হয়। তেরকাটি খাল থেকে ৩০ কেজি হরিণের মাংস ও একটি নৌকা জব্দ করা হয়। এসময় শিকারিরা হরিণের মাংস ফেলে বনের ভিতর পালিয়ে যায়। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এসএএইচ