ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ১২ লাখ টাকার ভারতীয় শাড়ি-ওষুধ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
খাগড়াছড়িতে ১২ লাখ টাকার ভারতীয় শাড়ি-ওষুধ জব্দ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারাতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ শাড়ি ও ওষুধ জব্দ করেছে পুলিশ।  যার বাজারমূল্য অন্তত ১২ লাখ টাকা।

 

রোববার (৫ ফেব্রুয়ারি) গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্য পেয়ে শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বুদংপাড়া এলাকায় স্থানীয় নাসির উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। সে সময় বাড়িটি থেকে সাতটি প্লাস্টিকের বস্তায় থেকে ভারতীয় অবৈধ ওষুধ ও শাড়ি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসির পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মালামাল পাচার কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় নাসিরের নামে গুইমারা থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এডি/এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।