ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাইবার অপরাধকে লাল কার্ড দেখালেন ২ শতাধিক শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
সাইবার অপরাধকে লাল কার্ড দেখালেন ২ শতাধিক শিক্ষার্থী

সাতক্ষীরা: সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় প্রত্যয়ে সাইবার অপরাধকে লাল কার্ড দেখালেন সাতক্ষীরার তালা উপজেলা দুই শতাধিক শিক্ষার্থী।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তালা শিল্পকলা একাডেমির হলরুমে ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’ আয়োজিত শিক্ষার্থী সমাবেশে সাইবার অপরাধ প্রতিরোধে তারা এই লাল কার্ড প্রদর্শন করেন।

‘সাইবার অপরাধ প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত সমাবেশে সাইবার অপরাধ নির্মূলে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে এবং আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হচ্ছে। আমরা ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারি। প্রতারকরা ইন্টারনেটের মাধ্যমে মানুষকে হয়রানি করছে, বিপদে ফেলছে, অনেক ক্ষেত্রে মৃত্যু মুখে পতিত করছে। এজন্য সাইবার অপরাধ প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে, অন্যদের সচেতন করতে হবে।  

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইন্টারনেটকে খারাপ কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।