ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
বরিশালে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশাল: বরিশালে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া জেলবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু আয়ানের পিতা সালাউদ্দিন সেনাকল্যাণ সংস্থায় চাকরি করেন।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, আয়ানের চাচা আলাউদ্দিন কারারক্ষী পদে চাকরির সুবাদে পশ্চিম কাউনিয়া জেলবাগান কোয়ার্টারে থাকেন। সেই সুবাদে আয়ানের বাবাও একই কোয়ার্টারে থাকতেন।

সোমবার সকালে শিশু আয়ান খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাকে না পেয়ে খোঁজ করলে কোয়ার্টারের পুকুরে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশু আয়ানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো কোয়ার্টারে শোকের ছায়া নেমে আসে।

এদিকে শিশু আয়ানের মৃত্যু সংবাদ পেয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।