ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে গবাদী পশু পেল ৮৭ হতদরিদ্র পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
বাগেরহাটে গবাদী পশু পেল ৮৭ হতদরিদ্র পরিবার

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় ৮৭টি হতদরিদ্র পরিবারের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এই গবাদী পশু বিতরণ করা হয়।

 

পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তাসমিনা খাতুন।

এসময় কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান, কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মণ্ডল ও মঘিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট পঙ্কজ কান্তি অধিকারি।

এদিন কচুয়া, গোপালপুর, বাধাল এবং রাড়িপাড়া ইউনিয়নের ৮৭ হতদরিদ্র পরিবারের মধ্যে ৮৭টি বকনা বাছুর বিতরণ করা হয়। বকনা বাছুর পেয়ে খুশি হতদরিদ্ররা।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।