ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
সিদ্ধিরগঞ্জে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহজামাল ওরফে শাহজালাল (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

 

এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শাহজামাল ওরফে শাহজালাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি জালকুড়ি পশ্চিমপাড়া ঝুটপট্টি এলাকার মো. পিন্টুর ঝুটের গোডাউনে কাজ করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় শাহজালাল আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৮ দিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয়।  

কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।