ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নার্সিং অধিদপ্তরে নতুন ডিজি, জীবন বীমায় এমডি নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
নার্সিং অধিদপ্তরে নতুন ডিজি, জীবন বীমায় এমডি নিয়োগ

ঢাকা: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) এবং জীবন বীমা করপোরেশনে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুরকে নার্সিং ও মিডওয়াইফারি অধিপ্তরে ডিজি এবং জীবন বীমা করপোরেশনে এমডি নিয়োগ পেয়েছেন পরিবশে, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন মো. মিজানুল হক চৌধুরী।

একই আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছারকে নার্সিং ও মিডওয়াইফারির ডিজি এবং পরিবশে, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরীকে বার্ডের ডিজি হিসেবে বদলির অংশটুকু বাতিল করা হয়। গত বছরের ২৯ ডিসেম্বর এবং চলতি বছরের ১ জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।