ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা: ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হেলালকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার হেলালের নামে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ২০১৫ সালে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে খুনের একটি মামলা রয়েছে। ওই মামলায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ২০১৮ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পলাতক জীবনযাপন করে আসছিলেন। তার নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।