ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে আগুন, পুড়ল মালামালসহ দামি গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
নরসিংদীতে আগুন, পুড়ল মালামালসহ  দামি গাড়ি

নরসিংদী: নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনায় একটি ইলেকট্রিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দোকানে রাখা ৬৫ লাখ টাকার টয়োটা হেরিয়ার গাড়িও আগুনে পুড়ে যায়।

 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার পাঁচদোনার মোড়ে হাজি লাল মিয়ার ইব্রাহিম ব্রাদার্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, পাঁচদোনার মোড়ে হাজি লাল মিয়ার সাততলা একটি ভবন রয়েছে। এর নিচতলায় ইব্রাহিম ব্রাদাস নামে একটি হার্ডওয়ার ও ইলেকট্রিক দোকান রয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতেও কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যায়। এ সময় দোকানে মালিকের ব্যবহ্নত টয়োটা হেরিয়ার গাড়িটি রাখা হয়। ভোর ৪টায় ভবনের বাসিন্দারা ধোঁয়া দেখতে পায়। পরে তারা নিচে এসে দোকানে আগুন দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাজি লাল মিয়া বলেন, দোকানটি আমার ছোট ছেলে চালায়। প্রতিদিনের মতো সে রাত ৮টায় দোকান বন্ধ করে চলে আসে। এ সময় দোকানে ৬৫ লাখ টাকায় নতুন কেনা টয়োটা হেরিয়ার গাড়ি রাখা ছিল। আগুনে দোকানের মালামালের সঙ্গে গাড়িও পুড়ে গেছে। আগুনে গাড়ির পাশাপাশি ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা দোকানে অনুসন্ধান করে আগুনের সূত্রপাত হতে পারে কোনো কয়েল বা অন্য জিনিস পাইনি। তাই ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে গাড়ির পাশাপাশি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।