ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রেললাইনের পাশে পড়েছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
রেললাইনের পাশে পড়েছিল যুবকের মরদেহ

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

 

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা উত্তরবঙ্গ বঙ্গবন্ধু রেল লাইনের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় রেললাইনের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

টাঙ্গাইল রেলওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ফজলুল হক বাংলানিউজকে জানান, রোববার কালিহাতী উপজেলা জোকারচর এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের পাশে এক যুবক লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা নির্দেশ দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। এছাড়া লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই কাজ করছে। চলন্ত কোনো ট্রেন থেকে নীচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।