ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আ.লীগ-বিএনপির সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
আ.লীগ-বিএনপির সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সড়ক অবরোধ

লালমনিরহাট: লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর বড়বাড়ি সড়ক অবরোধ করে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বুড়িরবাজারে মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অবরোধকারী ব্যবসায়ীরা জানান, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজারে পদযাত্রা বের করে ইউনিয়ন বিএনপি। এ সময় একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি সমাবেশের নামে মিছিল বের করে। এতে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এসময় বেশ কিছু দোকান ভাঙচুর করা হয় ও উভয় দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হন।  

এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয় বলে দাবি করেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ক্ষতিপূরনের দাবিতে এদিন (১২ ফেব্রুয়ারি) বুড়িরবাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে বড়বাড়ি-মহেন্দ্রনগর সড়কটি অবরোধ করে। ব্যারিকেড দিয়ে করা তাদের দুই ঘণ্টার অবরোধে সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সেলুন ব্যবসায়ী নরসুন্দর রফিকুল ইসলাম, কম্পিউটার ব্যবসায়ী মাহবুব আলম, দোকানদার শফিকুল ইসলাম ও পান সুপারী বিক্রেতা মিনাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।