ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্কুলের টয়লেটের ছাদে গৃহকর্মীর লাশ, কেয়ারটেকার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
স্কুলের টয়লেটের ছাদে গৃহকর্মীর লাশ, কেয়ারটেকার আটক প্রতীকী ছবি

রংপুর: রংপুর নগরীর একটি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ছাদ থেকে মৌসুমি আক্তার নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

এর আগে দুপুরে নগরীর মুন্সিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ছাদ থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়।

মৌসুমি নগরীর নজিরের হাট এলাকার মোস্তাফিজার রহমানের মেয়ে।

পুলিশ জানায়, মৌসুমি নগরীর মুন্সিপাড়া এলাকায় পুলিশের পরিদর্শক মইনুল ইসলামের বাসায় আট মাস থেকে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন।

সোমবার সকালে ওই বাসা সংলগ্ন মুন্সিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ছাদে তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, এ ঘটনায় ওই বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মৌসুমির আচরণ অস্বাভাবিক ছিল বলে জানতে পেরেছি। এ কারণেই আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।