ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
মগবাজারে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বড় মগবাজার এলাকায় শত্রুতার জেরে রাকিব (২৪) নামে এক গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানাধীন বড় মগবাজার মোড়ল গলিতে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু মো. সবুজ জানান, রাকিবের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে গাজীপুর চৌরাস্তা এলাকায় থাকে। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করে। রোববারই সেখান থেকে ঢাকায় মগবাজার নয়াটোলা এলাকায় তার খালার বাসায় বেড়াতে এসেছিল। রাতে খালার বাসা থেকে বের হয়ে হাতিরঝিল যাওয়ার সময় বড় মগবাজার মোড়ল গলিতে আবির (২২) নামে এক যুবক তার বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই এলাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

সবুজ জানায়, রাকিবের সঙ্গে আবির নামে ওই যুবকের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। তার জেরেই রাতে একা পেয়ে এ ঘটনা ঘটিয়েছে আবির।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের মাথায় ও শরীরে ছুরির আঘাত রয়েছে।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।