ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বটগাছে বাইকের ধাক্কায় এক বন্ধু নিহত, বাকি দুজন আহত

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
বটগাছে বাইকের ধাক্কায় এক বন্ধু নিহত, বাকি দুজন আহত

নাটোর: নাটোরের গুরুদাসপুরে সড়কের পাশে বটগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আপেল আহমেদ নামে এক তরুণ নিহত হয়েছেন।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নাজিরপুরের অদূরে লিচুর আড়তের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

এতে আহত হন মো. মেহেদী হাসান ও জিল্লুর রহমান নামে আরও দুইজন।

নিহত আপেল আহমেদ উপজেলার বেড়গঙ্গারামপুর লিচুর আড়ত এলাকার আনছার আলীর ছেলে। আর মো. মেহেদী হাসান ও জিল্লুর রহমান একই এলাকার বাসিন্দা। তারা পরস্পর বন্ধু বলে জানা গেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ রাত আনুমানিক পৌনে ১০টার দিকে আপেল আহমেদ, মেহেদী হাসান ও জিল্লুর রহমান একই মোটরসাইকেলে করে নাজিরপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে লিচুর আড়তের মোড়ে পৌঁছালে সড়কের ধারে বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় তাদের মোটরসাইকেলটি।  

ঘটনাস্থলেই চালক আপেল গুরুতর জখম হয়ে মারা যান। আর মোটরসাইকেলে থাকা মেহেদী ও জিল্লুর গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর মধ্যে বেশি মেহেদীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।