ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভুট্টাক্ষেতে যুবকের গলাকাটা লাশ, মেলেনি পরিচয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
ভুট্টাক্ষেতে যুবকের গলাকাটা লাশ, মেলেনি পরিচয় ফাইল ফটো

নীলফামারী: নীলফামারীর ডোমারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাগডোকরা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার আনুমানিক বয়স ৩০ বছর। তার পরনে ছিল ছেঁড়া প্যান্ট ও জ্যাকেট।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাগডোকরা গ্রামের লাল মিয়ার ভুট্টাক্ষেতে গলাকাটা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করলে তিনি থানায় খবর দেন।

বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে স্থানীয়রা ওই লাশ দেখে আমাকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। গ্রামের অনেকেই লাশটি দেখেছেন। তবে কেউ নিহত যুবকের পরিচয় জানাতে পারেননি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উন নবী বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য রংপুর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।