ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পর্দা উঠলো ‘কুরআনের নূর’ রিয়েলিটি শো’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফরিদপুরে পর্দা উঠলো ‘কুরআনের নূর’ রিয়েলিটি শো’র

ফরিদপুর: কোমলমতি হাফেজদের কণ্ঠে পবিত্র কুরআনের সুরের মূর্ছনায় ফরিদপুরে পর্দা উঠলো ‘কুরআনের নূর’ রিয়েলিটি শো-এর।  

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ফরিদপুরের শিশু একাডেমির হলরুমে পদ্মা বিভাগ আয়োজিত অডিশন রাউন্ডের মধ্য দিয়ে শুরু হয় হিফজুল কোরআন প্রতিযোগিতার এ আনুষ্ঠানিকতা।

 

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, নিউজ২৪ টেলিভিশনের ডেপুটি চিফ নিউজ এডিটর আশিকুর রহমান শ্রাবণ, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ডেপুটি এডিটর হায়দার আলী প্রমুখ।

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এ রিয়েলিটি শো আয়োজন করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।

বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন মাদরাসার অনূর্ধ্ব-১৫ হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। হাফেজদের সম্মাননা জানানোর অংশ হিসেবে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আসন্ন রমজান মাসে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে দেওয়া হবে ১০ লাখ টাকা, দ্বিতীয়কে ৭ লাখ, তৃতীয়কে ৫ লাখ, চতুর্থ ও পঞ্চমকে ২ লাখ টাকা করে। প্রত্যেককে সম্মাননাও স্মারকও দেওয়া হবে। সেরা দশের বাকি পাঁচ জনও পাবেন আর্থিক পুরস্কার ও সম্মাননা।

পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহর ও ঢাকার দুই অঞ্চলে অনুষ্ঠিত হবে অডিশন। এ রিয়েলিটি শো আসন্ন রমজানে প্রতিদিন নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে। এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও ক্যাপিটাল এফএম।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।