ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় ৪৫ জনের নামে মামলা

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় ৪৫ জনের নামে মামলা

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি বেলজানী গ্রামে এক কলেজ শিক্ষকসহ দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় ৪৫ জনের নামে মামলা হয়েছে।  

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলা দায়েরের পর ৩০ নম্বর আসামি বেলজানী গ্রামের আবুল কালামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।  

জানা যায়, গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ শিক্ষক শাহিনুল আলম (৫৬) ও ইব্রাহিম মোল্যা শাওনকে (৩৫) কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। তারা দুজনই ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের বাসিন্দা। শাহিনুল ইসলাম পাশের মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কাজী সালিমুল হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ইট ব্যবসায়ী ইব্রাহিম মোল্লা শাওন বেলজানী গ্রামের রমজান মোল্লার ছেলে।

এ ঘটনায় শাহিনুল ইসলাম বাদী হয়ে ৪৫ জনের নামে মামলা করেন। এ মামলায় বেলজানী গ্রামের রিজাউল করিমকে এক নম্বর আসামি করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, কলেজ শিক্ষকসহ দুইজনকে মারার ঘটনায় ৪৫ জনের নামে মামলা হয়েছে। মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।