ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীতে ট্রাক্টর উল্টে চাপা পড়ে মফিজুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।  

রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুল একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।

কচুকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ জানান, জমিতে হালচাষ শেষে চালক মফিজুল ট্রাক্টরটি ধোয়ার জন্য বুড়িখোড়া নদীর দিকে যাচ্ছিলেন। পথে বাবুরবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মফিজুলের মৃত্যু হয়। খবর পেয়ে নীলফামারীর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মফিজুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউপ বাংলানিউজকে ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।