ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশুদের কাছে ভাষার মর্ম তুলে ধরতে কাজ করছে মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
শিশুদের কাছে ভাষার মর্ম তুলে ধরতে কাজ করছে মন্ত্রণালয়

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের নেতৃত্বে গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

তারা শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নিরবতা পালন করেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সচিব বলেন, শিশুদের সঠিক উচ্চারণ ও শুদ্ধভাবে বাংলা লেখা ও বলা শিখিয়ে তাদের চেতনায় ও প্রেরণায় বাংলা ভাষার মর্ম উপলব্ধি করার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের তাদের ভাষায় শিখন-শেখানোর প্রয়াসও অব্যাহত রয়েছে।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাতৃভাষার মাধ্যমেই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত সম্ভব।

এ সময় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মহাপরিচালক আবদুল মান্নান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এমআইএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।