ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে দুই ইজিবাইকের সংঘর্ষে বৃদ্ধা নিহত

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
সুন্দরগঞ্জে দুই ইজিবাইকের সংঘর্ষে বৃদ্ধা নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারিচালিত দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হাসনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বেলকা-গাইবান্ধা আঞ্চলিক সড়কে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসনা বেগম ওই ইউনিয়নের শান্তিরাম গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে যাত্রীবাহী একটি ইজিবাইক কালিতলা বাজার থেকে বেলকা বাজারের দিকে যাচ্ছিল। পথে শান্তির মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইক ওই ইজিবাইককে ধাক্কা দিলে সেটি সড়কে উল্টে যায়।  

এসময় ইজিবাইকটির যাত্রী হাসনা বেগম গুরুতর আহত হন।  স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।