ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাহিদ (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন বাংলানিউজকে জানান, খিলগাঁও সি-ব্লক পল্লীমা সংসদ সংলগ্ন মেইন রোডের একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন জাহিদ। তিনি ১০ তলা ভবনের সাত তলায় নিচ থেকে রুপসের মাধ্যমে মালামাল তুলছিলেন। এ সময় তিনি ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এজেডএস/আরআইএস