ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাসপাতালের মেঝেতে পড়েছিল জহিরুলের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
হাসপাতালের মেঝেতে পড়েছিল জহিরুলের লাশ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন সেবা নামে একটি হাসপাতাল থেকে জহিরুল ইসলাম (৩৭) নামে এক ফার্মেসি কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোঘরাপাড়া চৌরাস্তা এলাকার ওই হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জহিরুল সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে।

নিহতের বাবা (আবুল হোসেন) জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে সোনারগাঁ নতুন সেবা হাসপাতালের ফার্মেসিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় রাতের ডিউটি শেষ করে হাসপাতালের একটি কক্ষে শুয়ে পড়েন জহিরুল। পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে জানানো হয় তার ছেলে মারা গেছেন। হাসপাতালে এসে দেখেন জহিরুলের লাশ শোয়ার ঘরের মেঝেতে পড়ে আছে। তার হাতে-পায়ে ইনজেকশন পুশ করার দাগসহ হালকা রক্তের ছাপ রয়েছে।

তিনি হাসপাতালে আসার কিছুক্ষণ পরেই হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যান বলেও জানান তিনি। তার দাবি, জহিরুলকে হত্যা করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠাবে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।