ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ভারতীয় মদসহ একজন আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
সিলেটে ভারতীয় মদসহ একজন আটক

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ মেহের উদ্দিন (৩৫) নামে এক মাদক পাচারকারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের ফেদারগাঁও তেলিখাল-নাপিতের খাল সড়ক সংলগ্ন চান্দেরখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

   

আটক মেহের উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে।  

সিলেট জেলা পুলিশের পরিদর্শক ও সহকারি মিডিয়া অফিসার শ্যামল বণিকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

তার দেওয়া তথ্য মতে, ডিবি দক্ষিণের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর উত্তর রনিখাই ইউনিয়নের ফেদারগাও গ্রামের তেলিখাল টু নাপিত খাল সড়কের (চান্দেরখাল) পূর্ব পাশে রাস্তার ঢালে থেকে মাদকের চালান পাচারকালে মেহের উদ্দিনকে আটক করা হয়। তার কাছে ১৮০ মিলি’র ৩৩৬ বোতল (৬০ হাজার ৪৮০ মি. লি অর্থাৎ ৬০.৪৮ লিটার) ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করা হয়।  

এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।