ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তারের কয়েলের ভেতর মিলল ২৪ কেজি গাঁজা, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
তারের কয়েলের ভেতর মিলল ২৪ কেজি গাঁজা, আটক ৩

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ডিসের তারের কয়েলের মধ্যে রাখা ২৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পলাশবাড়ী থানায় প্রেস ব্রিফিং এ সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা এ তথ্য জানান।

আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের দুলাল হোসেনের ছেলে জসিম আলী (২২), আলাউদ্দিন মিয়ার ছেলে আতিকুর রহমান (২৫) ও ফুলবাড়ী উপজেলার বেড়াকুঠি মুন্সিপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাকির (২০)।  

সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা জানান, দুপুর ১২টার দিকে সদরের মহেশপুর-বিটিসি মোড় এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বগুড়াগামী সফর সঙ্গী নামের যাত্রীবাহী বাসে তল্লাশি করে তিনটি ডিসের ক্যাবলের কয়েলের ভেতর থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ৩ মাদক কারবারিকে আটক করা হয়।  

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।