ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
জামালপুরে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

জামালপুর: জামালপুর সদর উপজেলার নান্দিনার বাদেচাঁন্দি এলাকায় ট্রেনে কাটা পড়ে শিখা বেগম (৪১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন ওই গৃহবধূ।

তাঁর বাবার বাড়ি শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের পশ্চিম বেতমারী গ্রামে। তিনি ওই গ্রামের নূর হুদার স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য গোলাম সোবহানি লিটন মেম্বার জানান, দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই। তাঁর ছিন্নভিন্ন দেহ রেল লাইনের ওপর ছড়িয়ে ছিল। কিছুদিন ধরে ওই গৃহবধূ কিছুটা মানসিকভাবে বিপর্যন্ত ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

জামালপুর জিআরপি থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ছিন্নভিন্ন মরদেহটি জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলেও প্রাথমিকভাবে ধারণা করছি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।