গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বালিকা বিদ্যালয়ের বস্তাভর্তি সরকারি বই ভাঙারির দোকানে বিক্রির সময় জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার হোসেন বাদী হয়ে শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন।
মামলার একমাত্র আসামি করা হয়েছে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (প্রহরি) জয়নাল আবেদিন আহাদকে।
জয়নাল আবেদিন আহাদ ফরকান্দাপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।
এর আগে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢোলভাঙ্গা বাজারস্থ আব্দুল মোত্তালেবের ভাঙারির দোকোন থেকে বইগুলো জব্দ করে পুলিশ।
মোত্তালেব বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে।
সে সময় পুলিশ ও ভাঙারি দোকানি মোত্তালেব জানায়, স্থানীয় ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি জয়নাল আবেদিন আহাদ ভ্যানভর্তি বইগুলো তার দোকানে নিয়ে বিক্রির চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের সভাপতি ইমরুল কবির চপল ও প্রধান শিক্ষক আতোয়ার হোসেন বইগুলো জব্দ করে পুলিশে খবর দেন।
জব্দকৃত বইগুলো ২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আরএ