ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিজ বাড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মিঠামইনে রাষ্ট্রপতি

মহিউদ্দিন মাহমুদ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
নিজ বাড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মিঠামইনে রাষ্ট্রপতি

মিঠামইন, কিশোরগঞ্জ থেকে: দীর্ঘ দুই যুগ পর আগামী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাবেন।

আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বাড়িতে স্বাগত জানাতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।  

রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে হাওরের মাছ, অষ্টগ্রামের পনিরসহ স্থানীয় ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।  

হেলিকপ্টার থেকে নেমে রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাড়ির সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আবদুল হামিদ সাংবাদিকদের বলেন, আমি খুব খুশি উনি আমার বাড়িতে আসছেন। আমাদের পরিবারের সবাই খুব খুশি।

তিনি বলেন, টুঙ্গিপাড়া কতবার গেছি সেটা হিসেব করে বলতে পারবো না। যতবারই গেছি ততবারই বঙ্গবন্ধু কন্যা আমাকে রিসিভ করেছেন। আমি তো এখন রাজনীতির মধ্যে নেই। উনি আমার বাড়িতে আসবেন আমি তাকে রিসিভ করতে এসেছি।

শেখ হাসিনা প্রথমবারের মতো কিশোরগঞ্জে তার বাড়িতে আসছেন জানিয়ে আবদুল হামিদ বলেন, ৯৮ সালে আমার বাড়িতে আসার কোনো রাস্তা ছিল না। এখন বাড়ির গেটে গাড়ি দিয়ে যাবো, আগে এখানে লঞ্চ ভিড়তো।

তিনি বলেন, ১৯৯৮ সালে শেখ হাসিনা কিশোরগঞ্জ সফর করার সময় কিছুটা দূর থেকে আমার বাড়ি দেখেছেন। কিন্তু আসেননি। ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু আমার প্রচারণার জন্য এসেছিলেন। তিনিও বাজার থেকে বাড়ি দেখেছেন কিন্তু আসতে পারেননি।

এর আগে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

হাওরের প্রায় সব রকম মাছ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করা হবে জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, রুই, কাতল, বাইম, চিতল, চিংড়ি, পাবদাসহ হাওরের যত ধরনের মাছ পাওয়া যায় তা দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করার চেষ্টা করবো।

রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির কাছে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন এবং বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।