ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুনর্বাসন দাবি হরিজন-তেলেগু কলোনির বাসিন্দাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
পুনর্বাসন দাবি হরিজন-তেলেগু কলোনির বাসিন্দাদের

ঢাকা: পুনর্বাসনের আগে উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর কমলাপুর রেলস্টেশন সংলগ্ন গোপীবাগ হরিজন ও তেলেগু কলোনির বাসিন্দারা।

বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে উদয়ন যুব সংঘের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীসহ সারা দেশে প্রায় ১৫ লক্ষ হরিজন ও তেলেগু জনগোষ্ঠীর বাস। যুগের পর যুগ তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে দেশের মানুষকে সুস্থ রেখেছে। কিন্তু ভূমিহীন এসব নাগরিক সরকারের বরাদ্দ দেওয়া কলোনিগুলোতে গাদাগাদি করে থেকে মানবেতর জীবনযাপন করছে।

বক্তারা আরও বলেন, বর্তমানে উন্নয়ন কাজের জন্য এসব হরিজন-তেলেগু সম্প্রদায়ের বাসিন্দাদের পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে। অথচ সমাজের পরিষ্কার-পরিচ্ছন্নতায় নিয়োজিত এসব হরিজন ও তেলেগু সম্প্রদায়ের বাসিন্দারা উন্নয়নের অন্তরায় নয়। বরং গোপীবাগের রেলওয়ে হরিজন ও তেলেগু কলোনির অসহায় বাসিন্দাদের পূনর্বাসন করলে তারা রাষ্ট্রের অব্যাহত উন্নয়নে সামিল হতে পারবে।

তাই গোপীবাগ হরিজন ও তেলেগু কলোনির বাসিন্দাদের পুনর্বাসন করে তারপর উচ্ছেদ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ঢাকা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি গজন লাল, উদয়ন যুব সংঘের সহ-সভাপতি পারত লাল, সাবেক সভাপতি মাসুম দাশ, কার্যকরী সদস্য তানিয়া, উপদেষ্টা গোলাপ দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।