জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বালু উত্তোলনে বাধা দেওয়ায় আব্দুল গনি (৫০) নামে এক ভূমি কর্মকর্তাকে লাঠি দিয়ে বেদম পিটিয়েছে মাটি ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চরে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল গনিকে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী ঘটনাস্থলে পৌছে অবৈধ ড্রেজার জব্দ করেছে।
সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী জানান, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর এলাকায় কুদ্দুস ও হাসেন আলী অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছিল। খবর পেয়ে নিলক্ষিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল গনি ঘটনাস্থলে পৌছে মাটি উত্তোলনে বাধা দেন। পরে ড্রেজার মালিক কুদ্দুস ও মাটি ব্যবসায়ী হাসেন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটায় আব্দুল গনিকে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে কুদ্দুস, কারণ আলী ও হাসেন আলীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুইজনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসএম