নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলায় অবস্থিত বিদ্যাপীঠ মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকালে বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মো. সুবিদ আলী টিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দারু, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহজাহান, সাবেক ছাত্রনেতা রিপন বিশ্বাস, বিল্লাল ফকির, আলীম বিশ্বাস, সাজ্জাদ হোসেন সাজু, বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিশ্বজিৎ সাহা, ডিএম মামুন, খালেদ আল মামুন, সমাজকর্মী তৌহিদুর রহমান লিখন, কৃষক লীগের নেতা শেখ ফরিদ প্রমুখ।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
আরএ