লক্ষ্মীপুর: জেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক।
রোববার (৫ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের যাদৈয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক মো. কামলা হোসেন (৩৫), যাত্রী আলাউদ্দিন (৪৩), আনোয়ারা (৪০), আবুল হাসান (২৪) ও বদরুদ্দোজা (৩০)। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা।
আহতরা জানায়, সকালে সিএনজি চালক কামাল হোসেন যাত্রী নিয়ে লক্ষ্মীপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস যাদৈয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি পড়ে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে গুরুতর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ (সদর) সার্কেল মো. সোহেল রানা জানান, হাইওয়ে পুলিশ গাড়ি দুইটি জব্দ করেছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসআইএ