ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে তিন মামলায় গ্রেফতার ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
পঞ্চগড়ে তিন মামলায় গ্রেফতার ২৩

পঞ্চগড়: পঞ্চগড়ে পুলিশ ও মুসল্লি সংঘর্ষের ঘটনাসহ নিহতের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) পুলিশ দুটি মামলা ও আহমদিয়া সম্প্রদায় একটি মামলাসহ তিনটি মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ হাজার ৪০০ থেকে ৬ হাজার ৬০০ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে।

রোববার (৫ মার্চ) রাতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, তিন মামলায় বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে গত শুক্রবার (৩ মার্চ) পঞ্চগড়ে পুলিশ ও মুসল্লিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সরকারি অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ পুলিশের কাজে বাঁধা প্রদান করাসহ হত্যার দায়ে শনিবার (৪ মার্চ) তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। এর পর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

তবে সংঘর্ষের এ ঘটনায় পঞ্চগড়ে থমথমে পরিবেশ বিরাজ করলেও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।