ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

দোহারে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
দোহারে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহারে উপজেলায় একটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ সাইম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৬ মার্চ) দুপুরে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতার সাইম হোসেন উপজেলার নারিশা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যে খবর পেয়ে রোববার (০৫ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার নারিশা এলাকার কবরস্থানের পাশে সাইমের বাড়িতে অভিযান পরিচালনা করে সাইমকে গ্রেফতার করে। এ সময় তার বাড়ি থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, ৩০টি ইয়াবা ট্যাবলেট ও ২০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় সাইম হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দোহার থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।