ঢাকা: গুলিস্তানে বিস্ফোরণস্থলে হতাহতদের উদ্ধারের জন্য একের পর এক অ্যাম্বুলেন্স এলেও, উৎসুক মানুষের ভিড়ের কারণে সেগুলো বের হতে পারছে না। একই কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজও।
উৎসুক জনতার ভিড়ে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলি জানিয়েছেন ঘটনাস্থল পর্যবেক্ষণকারী সংস্থা। ঘটনা তদন্তকারী কর্মকর্তারা বলছেন, জরুরি রোগীদের অ্যাম্বুলেন্স বেরহতে বাধা হচ্ছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা বলেছেন, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটেছে।
তিনি বলেন, সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালিসামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়।
অন্যদিকে র্যাব জানিয়েছে, রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে যাচ্ছে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
টিএ/এএটি