ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিষ্কার করা হচ্ছে ধ্বংসাবশেষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
পরিষ্কার করা হচ্ছে ধ্বংসাবশেষ

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরিত ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে। বুধবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা এ কাজ শুরু করেন।

 

এর আগে, বিকেলে সিটি করপোরেশনের কয়েকটি ময়লার গাড়ি ঘটনা স্থলে আনা হয়। পরিচ্ছন্নতাকর্মীরা জানান, গতকাল বিস্ফোরণের ঘটনার পর থেকে যেসব ইট, টাইলস ও আসবাবপত্র ভাঙা হয় উদ্ধারের কাজে, সেগুলো এখন স্তূপ হয়ে গেছে। এগুলো সরিয়ে ফেলা হচ্ছে।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অনেকে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
টিএ/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।