ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ সমাবেশ   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ সমাবেশ 
 

বাগেরহাট: বাগেরহাটে চার দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ  করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের (আইডিইবি) সদস্যরা।  

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- আইডিইবি বাগেরহাটের সভাপতি খন্দকার আব্দুস সালাম, সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেখ মো. তানজির হোসেন, যুগ্ম সম্পাদক প্রান্ত রাহা, প্রচার সম্পাদক শাহজাহান খানসহ অনেকে।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন কাজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক ভূমিকা রয়েছে। কিন্তু নানাভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবহেলিত।  

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সব দাবি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।
তাদের দাবিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মান বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের ৫০ শতাংশ পদোন্নতি কোটা সৃষ্টি, পলিটেকনিক, টিটিসি ও টিএসসিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষকদের পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সময়সীমা চার বছর রাখা।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।