ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
ফরিদপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক নিহত

ফরিদপুর: জেলার মধুখালী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এ ঘটনায় ট্রাক চালক হাফিজুর রহমান (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর বক্কার মোল্লার মৎস্য খামারের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাকটি তুষের লাকড়ি নি‌য়ে ফরিদপুর থেকে মাগুরা যাচ্ছিল। নিহত হাফিজুর চুয়াডাঙ্গা জেলার বোয়ালিয়া থানার দনি মোহাম্মদের ছেলে।

খবর পেয়ে মধুখালী থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করেন। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী। আর চালক পেছনের কেবিনে ঘুমাচ্ছিলেন। হেলপার গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে এটি সড়কের পাশের একটি রেইনট্রির সঙ্গে ধাক্কা লাগে। এতে কেবিনে ঘুমিয়ে থাকা চালক ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।